হোম জাতীয় চুয়াডাঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গুদাম নির্মাণ

জাতীয় ডেস্ক :

চুয়াডাঙ্গা সদর উপজেলার সাহাপুর গ্রামে রহজান নেছা নামে এক নারীর জমিতে অবৈধভাবে গুদামঘর তৈরির অভিযোগ উঠেছে।

এ বিষয়ে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকলেও বিবাদীপক্ষ তা অমান্য করে নির্মাণকাজ অব্যাহত রেখেছেন বলে দাবি করেছে বাদীপক্ষ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সাহাপুর গ্রামে গিয়ে চলমান নির্মাণকাজের সত্যতা পাওয়া যায়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মালেক বলেন, বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলায় উল্লিখিত জমিতে নির্মাণকাজের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

পরে বিবাদীপক্ষের আবেদনে তা স্থগিত করা হয়। এ অবস্থায় বাদীপক্ষ উচ্চ আদালতে পুনরায় অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত আগামী ছয় মাসের জন্য তা মঞ্জুর করেন। আদালতের এ আদেশ অমান্য করে বিবাদীপক্ষ মামলাধীন জমিতে নির্মাণকাজ অব্যাহত রেখেছেন।

এ বিষয়ে মামলার বিবাদী ফজলুল হক বলেন, ‘আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা অবস্থায় আমাদের নির্মাণকাজ বন্ধ ছিল। কিন্তু পরে আমাদের আবেদনে আদালত ওই আদেশ বাতিল করলে আবারও নির্মাণকাজ শুরু করি।’

উচ্চ আদালতের আদেশের বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। তিনি বলেন, ‘নিজের কেনা জমিতে নির্মাণকাজ করতে এসে মিথ্যা মামলায় পড়েছি। আমরা আদালতের ওপর আস্থাশীল।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন