হোম অন্যান্যসারাদেশ চুলকাঠি প্রেসক্লাবে অলোক সভাপতি ও আনিছ সম্পাদক নির্বাচিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি প্রেসক্লাবের সাধারন সভা ও কার্যনির্বাহী কমিটি গঠন অনুষ্ঠান শনিবার দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব প্রতিষ্ঠাকালীন প্রথম সভাপতি বিপুল কুমার দেবনাথ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল বাকি তালুকদার। বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য এসএম শামসুর রহমান এর উপস্থাপনায় সর্বসম্মতিক্রমে পি কে অলোককে সভাপতি, শেখ আনিছুর রহমানকে সাধারন সম্পাদক ও অমিত কর বিলাশকে অর্থ বিষয়ক সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট একটি কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির নির্বাহী সদস্যরা হলেন, চন্দন কুমার দেবনাথ সহ-সভাপতি, মোঃ জাকারিয়া শাওন যুগ্ন-সাধারন সম্পাদক, আসাদুজ্জামান সোবহান তথ্য প্রযুক্তি ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, নির্বাহী সদস্য হলেন শিশির শিকদার, ফটিক কুমার ব্যানাজী, বিপুল দেবনাথ, মিজানুর রহমান মিঠু ও মোঃ আরিফুজ্জামান ঢালী। এছাড়া সাধারন সদস্য হলেন, ফকির ফহম উদ্দিন, জিএম মিজানুর রহমান, সেকেন্দার আলী মোড়ল, শেখ মাহাফুজুর রহমান, শেখ বাদশা আলম, লিটন চাকলাদার, মোঃ মুরাদ হোসেন, শেখর কুমার ব্যানাজী, হাওলাদার আঃ হাদি, আঃ সবুর রানা, আমিনুল ইসলাম নান্টু। এসময় উপস্থিত ছিলেন শক্তি নারায়ন দাশ, সুমন কুমার পাল ও সাকিব হাসান প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন