জাতীয় ডেস্ক :
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, পরিবেশ অনুকূলে থাকায় বাংলাদেশে এখন বেশকিছু চীনা প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে কাজ করছে। আগামীতে চীন ও বাংলাদেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও বেশি সুদৃঢ় হবে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজ্জামান লিটনের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ রাষ্ট্রদূত রাজশাহীকে গ্রীন ও ক্লিন সিটি হিসেবে আখ্যা দেন।
লি জিমিং বলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের চুক্তি শেষ পর্যায়ে রয়েছে। আশা করছি এ বিষয়ে বাকি কাজ দ্রুতই সম্পন্ন হবে।
এদিকে, সিটি মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত দেশের রাজনীতি নিয়ে বিরূপ মন্তব্য করেছেন, যা কখনও কাম্য নয়।
আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে বর্তমান সরকারকে হলুদ কার্ড দেখানো প্রসঙ্গে এই আওয়ামী লীগ নেতা বলেন, দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে বিএনপি এমন বক্তব্য দিচ্ছে। বাস্তবে তাদের সেই সক্ষমতা নেই।