হোম অন্যান্যসারাদেশ চীনের ৭৪তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:

চীনের ৭৪তম জাতীয় দিবস উপলক্ষে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের উপর গণহত্যা, হত্যা, ধর্ষণ, নির্যাতন ও ২২ লক্ষ উইঘুর মুসলিমকে দীর্ঘদিন যাবৎ ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার প্রতিবাদে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের উদ্দ্যোগে ঢাকার পুরানা পল্টনস্থ হোটেল ভোজন’এ আজ সকালে এক প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের মহাসচিব মুফতি রাকিবুল্লাহ হাবিবী এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের চেয়ারম্যান প্রিন্সিপাল বেলায়েত হোসাইন আল- ফিরোজী।

উক্ত প্রতিবাদ ও আলোচনা সভার সভাপতি প্রিন্সিপাল বেলায়েত হোসাইন আল-ফিরোজী বলেন, চীনা সরকার দীর্ঘদিন যাবৎ জিনজিয়াং প্রদেশে প্রায় ২২ লক্ষ মুসলিমকে ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে হত্যা, ধর্ষণ, নির্যাতন চালিয়ে যাচ্ছে কিন্তু বিশ্ববিবেক তার বিন্দুমাত্রও ঘুনাক্ষরে জানতে পারছে না। বিশেষ করে আমেরিকার মত প্রভাবশীল রাষ্ট্রগুলোও কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করছেনা।

তিনি সারাবিশ্বের শান্তিকামী জনগনকে চীনের এহেন নারকীয় কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং বিশ্বের সকল রাষ্ট্রগুলোকে জাতিসংঘে প্রস্তাব পাশ করিয়ে চীনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আহবান জানান।

তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ তথা সারা বিশ্বের মুসলিম জনগণের মধ্যে উইঘুর মুসলিমদের উপর চায়নার হত্যা, ধর্ষণ, নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা জাগিয়ে তুলুন। তিনি বিশ্বের প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলোকে উইঘুর মুসলিমদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান এবং চায়না সরকারের উপর ব্যাপক চাপ সৃষ্টি করার জন্য মুসলিম ভাইদেরকে চায়নার পণ্য বর্জনের আহবান জানান।

বক্তারা আরও বলেন, চায়না সরকার যদি মুসলিম নির্যাতন বন্ধ না করে তাহলে সারাবিশ্বের মুসলিগণ চায়না পণ্য বর্জন করবে এবং চায়নার সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে স্ব-স্ব দেশকে বাধ্য করবে, তখন চায়না সরকার ব্যবসা বাণিজ্য বন্ধ করে পথে বসতে বাধ্য হবে।

উক্ত প্রতিবাদ ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান এডভোকেট খায়রুল আহসান, মানবাধিকার সংস্থার চেয়ারম্যান শাহিরুল ইসলাম সিকদার, প্রগতিশীল ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান আতিকী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব জনাব আযম খান, ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের মহাসচিব মুফতি মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম- মহাসচিব মোহাম্মদ হোসাইন আকন্দ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন