হোম আন্তর্জাতিক চীনের হুমকি উপেক্ষা করেই তাইওয়ানে পেলোসি

আন্তর্জাতিক ডেস্ক :

চীনের হুমকি উপক্ষা করেই তাইওয়ান সফরে গেলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। মঙ্গলবার (২ আগস্ট) মালয়েশিয়া সফর শেষে তাইওয়ান যান তিনি।

রোববার (৩১ জুলাই) হাওয়াই দ্বীপ পরিদর্শনের মধ্য দিয়ে পেলোসির চারদিনব্যাপী এশিয়া সফর শুরু হয়।

সফর সূচি অনুযায়ী, সোমবার (১ আগস্ট) সিঙ্গাপুরে যান। মঙ্গলবার (২ আগস্ট) সফর করেন মালয়েশিয়া। এরপর সেখান থেকে তাইওয়ানের উদ্দেশে রওনা হন।

পেলোসির এ সফর পুরো এশিয়াজুড়ে উত্তেজনা উস্কে দিয়েছে। মঙ্গলবারও (২ আগস্ট) চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে, পেলোসি তাইওয়ান প্রবেশ করলে যুক্তরাষ্ট্রকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

এদিকে পেলোসির তাইওয়ান সফর নিয়ে চীনকে ‘বাড়াবাড়ি’ না করার জন্য হুশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রও। একই সঙ্গে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাইওয়ানের কাছেই একটি বিমানবাহী রণতরীসহ অন্তত চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

এদিকে বিবিসিরে এক প্রতিবেদনে বলা হয়েছে, পেলোসির সফরের পরিপ্রেক্ষিতে চীনের সম্ভাব্য শক্তি প্রদর্শনীর মুখে পড়েছে তাইওয়ান। যুক্তরাষ্ট্র সরকারের বহু কর্মকর্তাকে হরহামেশাই তাইওয়ান সফর করতে দেখা যায়। তবে স্পিকার পেলোসির মতো শীর্ষ কোনো কর্মকর্তা গত এক দশকে দ্বীপদেশটি সফর করেনি।

আর এ কারণেই পেলোসির সফরকে ‘বড় হুমকি’ হিসেবে দেখছে চীন। শুধু তাই নয়, এ সফরের জন্য ওয়াশিংটনকে ‘কঠোর পরিণতি’ ভোগ করতে হবে বলেও হুশিয়ারি দিয়ে আসছে দেশটির কর্মকর্তারা। তবে পেলোসির আগমনে এখন বেইজিং কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়।

পেলোসির তাইওয়ান সফর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বলেছে, পেলোসির তাইওয়ান সফর ‘সম্পূর্ণ উস্কানিমূলক’। সফর নিয়ে ওয়াশিংটন-বেইজিং উত্তেজনার মধ্যে মঙ্গলবার (২ আগস্ট) ক্রেমলিনের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।

এদিন পেলোসির তাইওয়ান পৌঁছার কয়েক ঘণ্টা আগে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেশকভ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পেলোসি ইতোমধ্যে তাইওয়ান গেছেন কিনা সে ব্যাপারে আমরা এখনও নিশ্চিত নই। তবে তার এ সফরের তোড়জোড় একেবারেই উস্কানিমূলক।’ পেশকভ আরও বলেন, মার্কিন কংগ্রেসের স্পিকারের তাইওয়ান সফর চীনের সঙ্গে সংঘাত উস্কে দিতে পারে। এমনকি পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন