ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চিরুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে বৃহস্পতিবার দিনব্যাপি ৪দলীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় শরনখোলা বটতলা ফুটবল একাডেমিকে ট্রাইব্রেকারের মাধ্যমে ৪-৫ গোলে হারিয়ে চিরুলিয়া স্কুল এন্ড কলেজ দল চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিরুলিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. মিজানুর রহমান। অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন চিরুলিয়া স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মোস্তাহিদুর রহমান।
