হোম জাতীয় চিকিৎসা ব্যবস্থা কারো কাছে জিম্মি থাকবে না: স্বাস্থ্যের এডিজি

জাতীয় ডেস্ক :

স্বাস্থ্যখাতের সব ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা নির্মূলে রংপুর বিভাগ থেকেই শুদ্ধি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর। এ সময় অসাধু চক্র বা সিন্ডিকেট যতই শক্তিশালী হোক কারো কাছেই রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল জিম্মি থাকবে না বলে জানান তিনি।

বুধবার (১২ অক্টোবর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়ের করতে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, হাসপাতালের কিছু বিপথগামী কর্মচারী প্রতারণার আশ্রয় নিয়ে দূরদূরান্ত থেকে আসা রোগীদের ভোগান্তিতে ফেলেছিল। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও প্রতারণাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুশিয়ারি দেন তিনি। এছাড়া এখন থেকে চিকিৎসার জন্য দেশের বাইরে বা ঢাকামুখী যাতে না হতে হয় সে ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান ডা. আহমেদুল কবীর।

এ সময় কলেজ অধ্যক্ষ ডা. বিমল চন্দ্র রায়, উপাধ্যক্ষ ডা. মাহাফুজার রহমান, হাসপাতালের পরিচালক ডা. শরিফুল হাসান, সাবেক অধ্যক্ষ ও বিএমএ নেতা ডা. নুরুন্নবী লাইজু, বিএমএ নেতা ডা. মামুনুর রশীদসহ শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন