হোম অন্যান্যসারাদেশ চাকরি ফিরে পাবার দাবিতে কয়েক গ্রামের মানুষ মানববন্ধন

চাকরি ফিরে পাবার দাবিতে কয়েক গ্রামের মানুষ মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 107 ভিউজ

যশোর অফিস : 

চাকরি ফিরে পাবার দাবিতে, যশোরের চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের কয়েক গ্রামের মানুষ মানববন্ধন করেছে। শুক্রবার বিকালে জামিরা গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় জামিরা গ্রামের মোশরেফ হোসেনের ছেলে, সোয়েব আক্তারের, চাকরি চলে গেছে। স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি তদন্ত না করেই ভুলভাল রিপোর্ট দিয়ে তার চাকরিটা চলে গেছে। অবিলম্বে বিষয়টি তদন্ত পূর্বক দোষিদের শাস্তিসহ সোয়েব আক্তারের, চাকরি বহালের দাবি করেন তারা।

তারা বলেন, একটি গরিব, অসহায় মানুষের চাকরি হলেও পুলিশের কারণে সোয়েব আক্তারের চাকরি গেছে। বর্তমানে পরিবারটি অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। যা খুবই অমানবিক। সোয়েব আক্তার পাঁচ মাস পাঁচ দিন প্রশিক্ষণ নিলেও তাকে যোগদান শেষে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন, সোয়েব আক্তারের বাবা মোশারেফ হোসেন, চাচা মমিনুর রহমান, স্কুল শিক্ষক নয়ন আক্তার, জিয়াউর রহমান বিলু, পাপিয়া খাতুন, শাহনুর বেগম প্রমুখ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন