হোম জাতীয় চাঁদা না পেয়ে অটোরিকশা চালককে মারধর

জাতীয় ডেস্ক :

জামালপুরে ঈদ উপলক্ষে অতিরিক্ত চাঁদা না দেয়ায় অটোরিকশা চালককে মারধর করেছে একদল চাঁদাবাজ।

শুক্রবার (৮ জুলাই) সকাল ৯ টায় জামালপুর পৌর এলাকার রশিদপুর বাজারে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার অটোরিকশা চালক কালাম কালাম মেলান্দহ উপজেলার ভাবকি গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকীর ছেলে।

কালাম বলেন, শহর থেকে যাত্রী নিয়ে রশিদপুর বাজারে অটোরিকশা চাঁদা ১০ টাকা দিতে হতো। হঠাৎ ১০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করে চাঁদা আদায় করছে। কেউ দিতে অস্বীকার করলে মারধর করে জোর করে আদায় করা হচ্ছে।

কালাম যাত্রী নিয়ে যাওয়ার সময় তার কাছে ৫০ টাকা দাবি করে। সে দিতে অস্বীকার করায় জোর করে আদায় করাকে কেন্দ্র করে কথাকাটি ও মারধর করে। এতে কালামের মাথায় আঘাত করা হয়। তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানিয়েছেন,দীর্ঘদিন ধরে আওয়ামী শ্রমিক লীগের নাম ভাঙ্গিয়ে রশিদপুর গ্রামের ফিরোজ ও ওবায়দুলসহ ১০/১২ জন যানবাহন থামিয়ে চাঁদাবাজি করে আসছে।

এ ব্যাপারে জামালপুর সদর থানায় কালাম অভিযোগ দায়ের করেছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন