হোম অন্যান্যসারাদেশ চরফ্যাশনে হোটেলে গৃহবধূ ধর্ষন গ্রেপ্তার ৩

চরফ্যাশনে হোটেলে গৃহবধূ ধর্ষন গ্রেপ্তার ৩

কর্তৃক Editor
০ মন্তব্য 117 ভিউজ
চরফ্যাশফ্যাশন (ভোলা)প্রতিনিধিঃ
আবাসিক হোটেলে রেখে গৃহবধূকে ধর্ষন করায় চরফ্যাশন থানায় ৩আসামিকে গ্রেপ্তার করেছে থানাপুলিশ। সোমবার দুপুরে ওই গৃহবধূ বাদি হয়ে চরফ্যাশন থানায় নারী ও শিশু নির্যাতন আইনে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ দিলে পুলিশ মামলাটি রুজু করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, চরফ্যাশন উপজেলার মুজিব নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেন ব্যাপারীর ছেলে সোহাগ (২৫) বরহান উদ্দিন উপজেলার কুঞ্জেরহাট কাঁচিয়া ইউনিয়নের বাসিন্দা নাগর পাটোয়ারীর ছেলে পারভেজ ও নিলফামারি জেলার সৈয়দপুর থানার রসুলপুর ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আজমল হোসেনের ছেলে মোতালেব।
আসামিদের সোমবার (৫অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়,গত ৩ তারিখ লালমোহন উপজেলার স্বর্ণালী সড়কের বাসিন্দা ওই গৃহবধূর সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে মুজিব নগর ইউনিয়নের সোহাগের সাথে মোবাইল ফোনে দীর্ঘদিন কথপোকথন হয়।
এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে গত ৩অক্টোবর শনিবার সন্ধ্যায় চরফ্যাশনে নিয়ে আসে এবং রাতে হাসপাতাল সরকের সেবা হোটেলে নিয়ে যায়। গভীর রাতে সোহাগ হোটেলের ২১নং কক্ষে জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষন করে। এছাড়াও সহায়তাকারী হিসেবে হোটেলের ম্যানেজার মোতালেব ও পারভেজ সোহাগকে সহায়তা করে ওই গৃহবধূকে কাউকে এঘটনার কথা না বলার জন্য হুমকি দেয় বলেও সূত্রে জানা যায়।
এঘটনায় চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন, লালমোহন উপজেলার ওই গৃহবধূর সঙ্গে সোহাগের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয়। এবং সোহাগ ওই গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে ধর্ষন করে বলে প্রাথমিক জিজ্ঞাবাদে জান গেছে। গৃহবধূ থানায় অভিযোগ দিলে সোহাগসহ তার দুই সহায়তাকারীকেও  গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন