হোম অন্যান্যসারাদেশ চরফ্যাশনে শিশুকে ধর্ষণ চেষ্টায় ২ হাজার টাকা জরিমানা!
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
পঞ্চম শ্রেণি পড়ুয়া শিশুকে ধর্ষণ চেষ্টায় স্থানীয় মাদবরদের শালিশ মিমাংসায় দুই হাজার টাকা জরিমানা করেছে। চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নে এঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী পরিবারকে ধর্ষণকারীর লোকজন প্রাণ নাশের হুমকী দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। সোমবার (২২মার্চ) বিকালে চরফ্যাশন থানায় ৩ জনকে আসামী করে এজহার দাখিল করেছে ভুক্তভোগী পরিবার।
এজহার সূত্রে জানাযায়, উপজেলার জিন্নগড় ৬নং ওয়ার্ডের আবদুল মন্নান পলফানের ছেলে চায়ের দোকানদার কামাল পানি খাওয়ার নাম দিয়ে গত শনিবার (২১মার্চ) দুপুরে ভুক্তভোগী ওই ছাত্রীর ঘরে প্রবেশ করে।
পরে খালি ঘর পেয়ে কামাল ওই শিশু ছাত্রীকে জোরপূর্বক মুখে কাপর বেঁধে ধর্ষনের চেষ্টা চালিয়ে শরিরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় তাঁর ডাক চিৎকারে কামাল পালিয়ে যায়।
এঘটনায় রবিবার বেলা ১১টায় জিন্নাগড় ইউপি চেয়ারম্যান মো. হোসেন মিয়ার গ্রামের বাড়ীতে শালিশ  মিমাংশায় শালিশদার মোতালেব ধর্ষণ চেষ্টাকারী কামাল পালফানকে চড়-থাপ্পর মেরে ওই শিশুর মাকে দুই হাজার টাকা দিয়ে বাসায় চলে যেতে বলেন।
এবং এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে শালিশ বৈঠকের অপর দুই সদস্য লতিফ সরদার ও জাকির হোসেন ওই শিশুর পরিবারকে প্রাণনাশের হুমকী দেয়।
দুপুরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি সংবাদ কর্মীদের জানালে চরফ্যাশন ও ভোলার সংবাকর্মীরা ঘটনা স্থলে উপস্থিত হলে নির্যাতিত পরিবারটি কান্নায় ভেঙ্গে পড়ে। সংবাদকর্মীরা ঘটনা স্থলে থাকতেই শিশুর মা, শিশু ও পিতা-মাতা থানায় গিয়ে কামাল পালফানসহ ৩ জনের বিরুদ্ধে এজহার দাখিল করেন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া থানার এস আই নাজমুল কে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন বলে তিনি জানান।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন