হোম অন্যান্যসারাদেশ চরফ্যাশনে ইকোফিস প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি :
ইউএসএআইডির অর্থায়নে ও ইকোফিশ-২ প্রকল্পের উদ্যোগে নিঝুম দ্বীপ সামুদ্রিক সংরক্ষিত এলাকার ‘অঞ্চল বিভাজন’ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে চরফ্যাশনের ইউনিয়ন পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুকরি-মুকরি ইউনিয়নের ফরেস্ট রেস্ট হাউজের মিলনায়তনে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুকরি-মুকরি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে বক্তারা মৎস্য সম্পদ সংরক্ষণ, জেলেদের জীবনমান উন্নয়ন ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, বিপন্ন সামুদ্রিক জীব প্রজাতির আবাসস্থল চিহ্নিতকরণ, নৌযান চলাচলের প্রকৃত পথ চিহ্নিতকরণসহ বিবিধ বিষয়ে আলোচনা করেন।
এসময় ওয়ার্ল্ডফিশ, আইইউসিএন এবং মৎস্য অধিদপ্তর এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন