আন্তর্জাতিক ডেস্ক:
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় রয়েছে এবং মোদি সরকার এটিকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে যেতে চায় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক চাঁদে এমনকি তার বাইরেও অন্য উচ্চতায় যাবে বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (৩০ সেপ্টেম্বর) ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস আয়োজিত ‘সেলিব্রেটিং কালার অব ফ্রেন্ডশিপ’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, ‘আজ একটি স্পষ্ট বার্তা দিতে চাই যে, আমাদের (ভারত ও যুক্তরাষ্ট্র) সম্পর্ক সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় রয়েছে। আমরা এই সম্পর্ককে একটি ভিন্ন মাত্রায়, একটি ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি।’
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া জি-২০ এর সাফল্য আসত না বলেও জানান এস জয়শঙ্কর। বলেন, ‘সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হলে আয়োজকরা এর জন্য প্রশংসা পায়, এটা যুক্তিসঙ্গত। কিন্তু জি-২০ এর সব সদস্যরা এর সাফল্যের জন্য কাজ না করলে জোটটি একত্রিত হতে পারত না। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবদানকে আমি বিশেষভাবে স্বীকৃতি দিতে চাই।’
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আন্তরিক সম্পর্ক দেশ দুটির দ্বিপাক্ষিক সম্পর্ককেও অনন্য করে তুলেছে বলে জানান এস জয়শঙ্কর।
তিনি বলেন, এক দেশ অন্য দেশের সঙ্গে ব্যবসা করে, একে অপরের সঙ্গে রাজনীতি করে, তাদের সামরিক সম্পর্কও রয়েছে। আছে সাংস্কৃতিক বিনিময়ও। কিন্তু যখন দুটি দেশের মধ্যে গভীর মানবিক বন্ধন থাকে, তখন সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এটিই আজ আমাদের সম্পর্কের মূল বৈশিষ্ট্য।