হোম অন্যান্যসারাদেশ চট্টগ্রামে পোশাককর্মী ও ব্যাংকারসহ আরো ৩ করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে পোশাককর্মী ও ব্যাংকারসহ আরো ৩ করোনা রোগী শনাক্ত

কর্তৃক
০ মন্তব্য 135 ভিউজ

অনলাইন ডেস্ক :

চট্টগ্রামে পোশাক শ্রমিক ও ব্যাংকারসহ আরো তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে বন্দরনগরীতে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার গতকাল বুধবার রাতে এ খবর নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

ডা. হাসান শাহরিয়ার জানান, গতকাল বুধবার মোট ৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে তিনজনের করোনাভাইরাস পজেটিভ এসেছে। ওই তিনজন নগরীর সাগরিকা, হালিশহর ও সীতাকুণ্ড এলাকার বাসিন্দা। তাঁদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।

জানা গেছে, আক্রান্ত তিনজনের মধ্যে একজন নারী। তিনি হালিশহরের একটি আবাসিক এলাকার বাসিন্দা। দ্বিতীয়জন সাগরিকা রোডে অবস্থিত একটি গার্মেন্টসে কাজ করেন। তৃতীয়জন সীতাকুণ্ডের বাসিন্দা এবং নারায়ণগঞ্জের একটি ব্যাংকে চাকরি করেন।

এদিকে তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার পরপরই বুধবার দিবাগত রাতে প্রশাসন হালিশহর, পাহাড়তলী ও সীতাকুণ্ডের আটটি বাড়ি ও তিনটি দোকান লকডাউন করে দিয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, গতকাল বুধবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে এবং আক্রান্ত হয়েছেন মোট ২১৮ জন।

সূত্র-এনটিভি

সম্পর্কিত পোস্ট

মতামত দিন