কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিজ কক্ষ থেকে সেলিনা আক্তার রত্না (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (২৩ জুন) সকালে ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহত সেলিনা আক্তার রত্না লক্ষীপুর রামগতি উপজেলার চর নেয়ামত এলাকার মাহবুবুর রহমানের স্ত্রী বলে জানা গেছে। কুলিয়ারচরে চাকরির সুবাদে তার স্বামী মাহবুুবুর রহমান ভাড়া বাসায় থাকেন।
পুলিশ সূত্রে জানা যায়, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে গতকাল মঙ্গলবার (২২ জুন) রাত পৌনে বারোটায় পুুর্ব গাইলকাটা এলাকার ফরিদ উদ্দিনের ভাড়া বাড়ি থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস নেয়া অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। স্বামী মাহবুবুর রহমান জানান, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস নেয়া অবস্থায় দেখতে পায় তার স্ত্রীকে।
দীর্ঘ ৯ মাসের মধ্যে স্বামী- স্ত্রীর কোন ঝগড়া- বিবাদ দেখতে পায়নি প্রতিবেশিরা।
কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ও.সি) এ.কে.এম সুলতান মাহমুদ বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক
তদন্ত শেষে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।
