বাণিজ্য ডেস্ক :
কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার তদারকি অভিযানে সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা দাম ঘষামাজা করার অপরাধে মেসার্স ফজর আলী স্টোর এবং যথাযথভাবে তেল বিক্রি না করে মজুত করার অপরাধে মন্টু স্টোর নামের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ মে) ভূরুঙ্গামারী উপজেলার থানাঘাট বাজার এলাকায় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানকালে তিনি জানান, থানাঘাট বাজার এলাকায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা দাম ঘষামাজা করে তুলে ফেলার অপরাধে ফজর আলী স্টোরের মালিক মো. জুয়েল রানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একই বাজারে যথাযথভাবে তেল বিক্রি না করে মজুত করার অপরাধে মন্টু স্টোরের মালিক মো. মোস্তাফিজুর রহমান মন্টুকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া জব্দ করা ১৪৩ লিটার সয়াবিন তেল গায়ের দামে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়।
ভূরুঙ্গামারী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবু বকর সিদ্দিক এবং পুলিশ দল অভিযানে সহযোগিতা করে।
জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান মো. মোস্তাফিজুর রহমান।