মোংলা প্রতিনিধি :
পদ্মা সেতু চালুর পর মোংলা বন্দরের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে গাড়ী আমদানি। এ খাত থেকে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয়ও হচ্ছে। এখন পশুর চ্যানেলে দ্রুত ড্রেজিং করার তাগিদ দিলেন ব্যবসায়ীরা। সোমবার দুপুরে বন্দর কর্তৃপক্ষের সাথে গাড়ি আমদানিকারদের বৈঠক হলে এসব তুলে ধরেন তারা।
এছাড়া বৈঠকে বন্দরের আমদানি কার্যক্রমসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। বন্দর প্রতিষ্ঠার ৬০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনায় ২০০৯ সাল থেকে মোংলা বন্দরে গাড়ি আমদানি শুরু হয়। এরপর থেকে এ বন্দর লাভজনক বন্দরে পরিনত হয় বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।
সভায় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা, গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান বারবিডার সভাপতি হাবিবুল্লহ ডনসহ বন্দরের উর্ধতন কর্মকর্তা ছাড়াও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।