হোম আন্তর্জাতিক গাজায় সংঘাত: রাতের আধাঁরে অভিযানে গিয়ে ‘পালিয়ে’ এলো ইসরাইলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক:

হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। যেকোনো সময় তারা ‘স্থল অভিযান’ শুরু করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। তবে এসবের মধ্যেই ঘটে গেছে ‘ভিন্ন’ এক ঘটনা।

রোববার (২২ অক্টোবর) রাতে গাজা উপত্যকায় ‘সীমিত পরিসরে’ স্থল অভিযান চালানোর কথা জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। তবে এতে এক ইসরাইলি সেনা নিহত ও তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার (২৩ অক্টোবর) ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি’র।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় ‘সীমিত পরিসরে’ স্থল অভিযান চালানোর দাবি করেছে। তবে এটা পূর্ণমাত্রার স্থল হামলা নয়। এ অভিযানের সময় গাজায় ইসরাইলি এক সেনা নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।

তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলছে, তাদের যোদ্ধারা গাজার দক্ষিণাঞ্চলে সাঁজোয়া যান নিয়ে অনুপ্রবেশকারী ইসরাইলি একদল সেনার সঙ্গে লড়াই করেছে। এ সময় ইসরাইলি বাহিনীর কিছু সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে।

যদিও সেনা নিহত ও সামরিক সরঞ্জাম ধ্বংসের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন