কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী বাস থেকে মাদক উদ্ধারের পর আত্মসাতের অভিযোগে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) হানিফ সরকারকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে কোজড করা হয়েছে। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ (পি.পি.এম বার) তাকে প্রত্যাহার করেন বলে জানা যায়।
সোমবার দুপুরে ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব নাটাল মোড় এলাকায় যাত্রীবাহী একটি বাস তল্লাশী করে ওই পুলিশ সদস্য। পরে বাস থেকে একটি গাঁজার ব্যাগ উদ্ধার করেন তিনি। উদ্ধার করা ব্যাগটি তিনি থানায় জমা না দিয়ে গোপণ করেন। এ খবরটি পুলিশ সুপার জেনে তৎক্ষণিক থানার ওসিকে জানালে ওসি ঘটনাস্থলে গিয়ে সত্যতা খুঁজে পান। পরে ওই এস.আই এর বিরুদ্ধে দেড় কেজি গাঁজা জব্দ দেখিয়ে থানায় একটি জিডি করেন। পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ সাংবাদিকদের জানান, তাকে প্রাথমিকভাবে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।পুলিশ অপরাধ করলে তার কোন ছাড় নেই। তদন্ত করে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে শাস্তি হবে।