স্পোর্টস ডেস্ক:
ব্যাট হাতে সময়টা তেমন ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। লঙ্কা প্রিমিয়ার লিগে গত ৪ ইনিংসে ব্যাট হাতে রান করেছেন মাত্র ৩২। এবার জাফনা কিংসের বিপক্ষেও ব্যাট হাতে ব্যর্থ টাইগার অধিনায়ক। তবে বল হাতে ঠিকই দলের জয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টারবয়।
রোববার (১৩ আগস্ট) এলপিএলের ম্যাচে জাফনা কিংসকে ৭ উইকেটে হারিয়েছে সাকিবের দল গল টাইটান্স। এই ম্যাচ জিতে প্লে-অফের আশা টিকিয়ে রাখল গল। মঙ্গল বার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনদের দল।
ব্যাট হাতে মাত্র ২ রান করলেও এদিন বল হাতে সফল ছিলেন সাকিব। ৪ ওভারে আঁটসাঁট বোলিং করে রান দিয়েছেন কেবল ১৩। ডট বল করেছেন ১৫টি। নিয়েছেন আসিলা গুনারত্নের গুরুত্বপূর্ণ উইকেটও।
এদিন শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারের মাত্র ৮৯ রান করে জাফনা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গল। এবারের মৌসুমে নিজের শেষ ম্যাচে ৫৫ রান করেছেন টিম সাইফার্ট। দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে আরব আমিরাতে যাবেন এই ওপেনার।
ম্যাচে দলের রানের সিংহভাগ একাই করলেও ম্যাচসেরার পুরষ্কার উঠেছে কাশুন রাজিথার হাতে। কারণ ২০ রানে ৪ উইকেট নিয়ে জাফনাকে উড়িয়ে দেয়ার নায়ক তো তিনিই।
সাকিবের দলের হয়ে খেলতে একদিন আগেই শ্রীলঙ্কায় পা রেখেছেন লিটন দাস। তবে এই ম্যাচে দলে জায়গা হয়নি তার। দলে বাংলাদেশের আরেক ক্রিকেটার মোহাম্মদ মিথুন শুরু থেকে থাকলেও ডাগআউটেই সময় কাটাতে হচ্ছে তাকে।