হোম অন্যান্যসারাদেশ গলাচিপায় ১৭মার্চ বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত।

গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি :

গলাচিপায় ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও ২৫শে মার্চ গণহত্যা দিবস উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলার নির্বাহী অফিসার আশীষ কুমার। বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, আওয়ামীলীগ সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা প্রতিনিধি মো. নিজাম উদ্দিন তালুকদার, প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন প্রমূখ।

সভায় তিনটি প্রোগ্রামের নানাবিধ কর্মসূচী বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। অনুষ্ঠানে সকল সরকারী কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন