হোম অন্যান্যসারাদেশ গলাচিপায়  জমিজমা নিয়ে সংঘর্ষ আহত ৫
গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় জমিজমা বিরোধের জের ধরে সংঘর্ষে প্রতিবন্ধিসহ ৫জন আহত হয়েছে। ঘটনাটি বুধবার পৌর এলাকার ৯নং ওয়ার্ডের কলেজ পাড়ার বনানী সড়কে। গুরুতর আহত প্রতিবন্ধি মুজিব খলিফা, সাইদুল খলিফা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গোলাম মোস্তফা খলিফা ও শাহিনা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ডের কলেজ পাড়ার বনানী সড়কে ৭শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন যাবত বড় ভাই গোলাম মোস্তফা খলিফা ও ছোট ভাই মো.হানিফ খলিফার সাথে বিরোধ চলছিল। এনিয়ে দু’পক্ষর মধ্য আদালত মামলাও রয়েছে। বুধবার  জমিতে মো.হানিফ খলিফা ঘর উত্তোলন করতে গেলে গোলাম মোস্তফা খলিফা বাধাঁ দেয়। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংর্ঘষ বাধঁলে প্রতিবন্ধি মো.মুজিব খলিফা(৭০), সাইদুল খলিফা (৪০), গোলাম মোস্তফা খলিফা (৬৫), শাহিনা আক্তার (৩৮), মিরাজ খলিফা (৩২) আহত হয়। এ ব্যাপার মো.হানিফ খলিফার সাথে মুঠো ফোন একাধিক বার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আনোয়ার জানান, মামলা হয়েছে তদন্ত করে আইনানুগ্য ব্যবস্তা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন