গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় এক গৃহ বধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রব মৃধা (৫৫) নামের এক পল্লী চিকিৎসক কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে হরিদেবপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাতে ওই গৃহবধু নিজে বাদী হয় রব মৃধাকে আসামী করে গলাচিপা থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্র জানা যায়, রব মৃধা হরিদেবপুর বাজারের নুপুর ফার্মসীতে পল্লী চিকিৎসা সেবা দিতো । গতকাল শেষ বিকালে ওই গৃহবধু ওই ফার্মেসীতে জন্ম বিরতি ইনজকশন দিতে গেলে রব মৃধা তাকে ধর্ষনের চেষ্টা করেন। এ সময় গৃহবধুর ডাক চিৎকারে পাশের লোকজন ছুটে আসলে রব দৌড় পালিয়ে যায়। গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, রব মৃধাকে রাতেই গ্রেফতার করে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে