হোম ফিচার গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে শামিল হতে বিএনপি নেতাদের আহ্বান

রাজনীতি ডেস্ক :

জনগণের সরকার প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে শামিল হতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (২১ জানুয়ারি) রাজধানীর শাহজাহানপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রমিক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বাড়ি-গাড়ি করে সম্পদের পাহাড় গড়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। তাই এ সরকারের আমলে জনগণের উন্নয়ন হয়নি। এখন থলের বিড়াল বেরিয়ে আসছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডার কিছু কিছু এলাকা এখন ক্ষমতাসীনদের দখলে। তাদের মন্ত্রী-এমপি, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা সম্পদ পাচার করেছে, আজ দেশের রিজার্ভ শূন্য হয়ে গেছে, ব্যাংকে কোনো টাকা নেই। জাহাজ পণ্য নিয়ে বন্দরে বসে আছে, অথচ এলসি খুলতে পারছে না ব্যবসায়ীরা। এর দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। সবকিছুর জবাব একদিন দিতে হবে বলেও হুঁশিয়ারি করেন বিএনপির এ নেতা।

অন্যদিকে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরের মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিকভাবে পরাজিত হয়ে সরকারদলীয় সংসদ সদস্যরা ভোট চুরি করতে পুলিশের কাছে ধরনা দিচ্ছেন। রাতের আঁধারে ভোট চুরি করা এ সরকারের কাজ।

দ্রুতই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে সুষ্ঠু নির্বাচন দিতে অনুরোধ জানান আমীর খসরু।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন