আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার সঙ্গে একীভূত হওয়া ইউক্রেনের খেরসন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রাশিয়া বলছে, ইউক্রেনীয় বাহিনী এ হামলা চালিয়েছে। এতে চারজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।
গত কয়েক মাসে ইউক্রেন যুদ্ধে দেশটির বিশাল একটা অঞ্চল দখল করে নিয়েছে রুশ বাহিনী। এর মধ্যে সম্প্রতি চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে একীভূত করা হয়েছে। একীভূত হওয়া ওই চার অঞ্চলের মধ্যে খেরসন অন্যতম। অঞ্চলটি ইউক্রেনের দক্ষিণাঞ্চলে কৃষ্ণসাগরের তীরে অবস্থিত।
খেরসনের পুনর্দখলে সম্প্রতি পাল্টা হামলা শুরু করে ইউক্রেনীয় যোদ্ধারা। হামলার মুখে ওই অঞ্চল থেকে নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে রাশিয়া। এর মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন।
খেরসনে রাশিয়ার নিযুক্ত ডেপুটি গভর্নর কিরিল স্ট্রেমউসভ শুক্রবার (২১ অক্টোবর) জানান, দেনিপ্রো নদীর পাড়ের ৫০ থেকে ৬০ হাজার অধিবাসীকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে। তার দাবি, এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এমএলআরএস হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালিয়েছে ইউক্রেন।
ঘটনাটি তদন্তের পর রাশিয়ার একটি তদন্ত কমিটি বলেছে, খেরসন থেকে দেনিপ্রো নদী পার হওয়ার সময় বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছা করেই হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন সাংবাদিকও রয়েছেন।
এমএলআরএস হিমার্স যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। এই অস্ত্র ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে হিসাব-নিকাশ বদলে দিয়েছে বলে মনে করা হচ্ছে। আর এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ‘গেম চেঞ্জার’ অভিহিত করেছেন মার্কিন সামরিক বিশেষজ্ঞরা।