দেবহাটা প্রতিনিধি:
সাতক্ষীরার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। বৃহষ্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করেন।
এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশারসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের চলমান উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে খোঁজখবর নেয়ার পাশাপাশি এ পর্যটন কেন্দ্রটিকে আরও আধুনিক ও পর্যটক বান্ধব করে তোলার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে দিক নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ।