হোম অন্যান্যসারাদেশ খুলনায় ডাকাতের ছুরিকাঘাতে যুবক নিহত

খুলনা অফিস :

খুলনায় ডাকাত দলের ছুরিকাঘাতে জামাল শেখ (৩৫), নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আড়পাঙ্গাসিয়া গ্রামে এই ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জামাল শেখ তেরখাদা, উপজেলার তিলফানগর গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। তিনি তেরখাদা উপজেলা সদরে দর্জির কাজ করতেন।এলাকাবাসীর দাবি জামাল ডাকাতদলের গুলিতে নিহত হয়েছেন।

এলাকাবাসী জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তেরখাদা উপজেলার আড়পাঙ্গাসিয়া গ্রামের স্কুল শিক্ষক আব্দুল্লাহ’র বাড়িতে ১৫-১৬জনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়। প্রথমে তারা বাড়ির গেটের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা পুলিশের লোক পরিচয় দিয়ে গৃহকর্তা আব্দুল্লাহকে ঘর খুলতে বলে। তিনি ঘরের দরজা খুলতে অস্বীকার করলে ডাকাতদল ধারালো অস্ত্র দিয়ে ঘরের দরজা কুপিয়ে ভেঙ্গে ফেলে ভেতরে প্রবেশ করে আব্দুল্লাহকে বেঁধে ফেলে।

এ সময় ডাকাতদল তাকে পিটিয়ে আহত করে। পরে তারা আব্দুল্লাহ’র স্ত্রীর হাতে ও গলায় পরিহিত সোনার অলঙ্কার ছিনিয়ে নেয়। সুযোগ বুঝে আব্দুল্লাহর স্ত্রী বাড়ির নিকটবর্তী পাশর্^বর্তী তিলফানগর গ্রামে আব্দুল্লাহর ফুফাতো ভাই জামালকে বাড়িতে ডাকাত পড়ার ঘটনা জানায়। জামাল দ্রুত আব্দুল্লাহর বাড়িতে পৌঁছালে ডাকাতদল তার পেটে গুলি করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়।

পরে গ্রামবাসী গুলিবিদ্ধ জামাল শেখকে উদ্ধার করে, তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।

গতকাল শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে স্থানীয় বারাসাত ইউপি চেয়ারম্যান এটিএম আলমগীর হোসেন বলেন, ডাকাতদের হাতে জামাল নামে একজন নিহত হয়েছে শুনে আমি ঘটনাটি পুলিশকে মোবাইলে জানিয়েছি। তবে জামাল শেখ ছুরিকাঘাতে না গুলিতে মারা গেছে তা বলতে পারছি না।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, জামাল শেখ ডাকাতের ছুরিকাঘাতে নিহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদলের সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। তবে দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন