হোম ফিচার খুলনার শিয়ালী গ্রামে মন্দির ভাংচুরের প্রতিবাদে কেশবপুরে হিন্দু, বৌদ্ধ,খ্রীস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

খুলনা রুপসা শিয়ালী গ্রামে মৌলবাদী কর্তৃক মন্দির ও হিন্দু পরিবারের বাড়ীঘর দোকানপাট ভাংচুর ও লুটপাট এর প্রতিবাদে বুধবার বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হিন্দু, বৌদ্ধ,খ্রীস্টান ঐক্য পরিষদের কেশবপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সভাপতি রমেশ চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মিত্র, কেশবপুর নাগরিক সমাজের আহব্বায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, সিপিবির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, উপজেলা হিন্দু, বৌদ্ধ,খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ সিংহ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক কুন্তল বিশ্বাস, অজিত মুখ্যার্জী, শম্ভুনাথ বসু, উজ্জ্বল দাস প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন