হোম অন্যান্যসারাদেশ খুলনার মহেশ্বরপাশার ঋষিপাড়া লকডাউন, বৃহষ্পতিবার আরও তিনজন করোনা সনাক্ত

খুলনার মহেশ্বরপাশার ঋষিপাড়া লকডাউন, বৃহষ্পতিবার আরও তিনজন করোনা সনাক্ত

কর্তৃক
০ মন্তব্য 156 ভিউজ

খুলনা অফিস :

খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশায় কৃষ্ণ দাস নামে একজনের করোনা পজিটিভ হওয়ায় ও্ই এলাকা লকডাউন করেছে ্রপশাসন। বুধবার তার কেরানা টেষ্টে পজিটিভ আসে। বৃহষ্পতিবার খুলনা মহানগরীর দৌলতপুর মহেশ^রপাশার ঋষিপাড়া রোডের ঋষিপাড়া গলিতে একজনের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এলাকাটি লকডাউন করা হয়েছে।

খুলনা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ১১(২) ধারা অনুসারে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন ঋষিপাড়া গলি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেন। উক্ত এলাকায় জনসাধারণের প্রবেশ ও বাহির হওয়া নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, খুলনা মেডিকেল হলেজ হাসপাতালের র‌্যাবে বৃহষ্পতিবার ১৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে তিনজনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এরা হলেনখুলনার রূফসা উপজেলার জরিনা বেগম, মাগুরার শালিখা উপজেলার দেওয়ান সোহেল বিশ্বাস ও সাতক্ষীরার তালা উপজেলার সঞ্জয় শেখর। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সসহ সবারই করোনা টেষ্টে নেগেটিভ ফলাফল এসেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন