হোম রাজনীতি খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন: মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন: মেডিকেল বোর্ড

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ

নিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন ধরা পড়েছে। তার হার্ট ও ফুসফুসেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে গিয়ে অধ্যাপক ডা. সিদ্দিকী বলেন, আগামী ১২ ঘণ্টা তার স্বাস্থ্য নিবিড় পর্যবেক্ষণে থাকবে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ঠিক কতদিন হাসপাতালে থাকতে হবে তা এখনও বলা যাচ্ছে না। এটি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালেদা জিয়া ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রওনা হন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া গত ১৫ অক্টোবরও তিনি একদিনের জন্য হাসপাতালে ভর্তি হয়ে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন