হোম আন্তর্জাতিক ‘খারাপ ব্যবহার’ করায় দেড় বছরের শিশুকে হত্যা করলেন মা

আন্তর্জাতিক ডেস্ক :

মিশরে দেড় বছর বয়সী মৃত এক শিশুকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেয়ার চেষ্টা করছিলেন শিশুটির মা। শিশুটির নাম বাসমালা এবং তার মায়ের নাম দুনিয়া (২০)। মায়ের দাবি, বাসমালা তার সঙ্গে খারাপ আচরণ করায় তিনি তাকে মারধর করেছেন। মারধরের একপর্যায়ে শিশুটি মারা যায়। পুলিশ দুনিয়াকে গ্রেফতার করেছে।

সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদন অনুসারে, পুলিশ যখন দুনিয়াকে গ্রেফতার করে এবং বাসমালাকে উদ্ধার করে, তখন শিশুটির গায়ে আঘাতের ফলে কালশিটে এবং আগুনে পোড়া দাগ ছিল।

দুনিয়াকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শিশুটির মা কয়েক দিন ধরেই শিশুটির পরনের ডায়াপায় বদলে দেয়নি। ফলে শিশুটির গায়ে র‌্যাশ তৈরি হয়েছে। একই সঙ্গে দুনিয়া জানিয়েছেন, বাসমালা তার সঙ্গে খারাপ আচরণ করায় তিনি তাকে মারধর করেছেন। মারধরের ফলে শিশুটি অজ্ঞান হয়ে যায়। পরে দুনিয়া এবং তার মা মিলে বাসমালাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন। তাদের আশা ছিল বাসমালা হয়তো বেঁচে যাবে।

পুলিশ আরও জানিয়েছে, হাসপাতালে পৌঁছার পর চিকিৎসকরা শিশুকে মৃত ঘোষণা করেন এবং তারা পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করে। এর পর পুলিশ এসে দুনিয়াকে তার সন্তান হত্যার অভিযোগে গ্রেফতার করে।

এর আগে, পুলিশ আসার আগে দুনিয়া তার সন্তানকে হাসপাতালের ডাস্টবিনে ফেলে দেয়ার চেষ্টা চালায়। পুলিশ জানিয়েছে, শিশুটির ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।

দুনিয়ার প্রতিবেশীরা জানিয়েছেন, দুনিয়া তার মায়ের সঙ্গে ছোট্ট একটি অ্যাপার্টমেন্টে বসবাস করেন। সেটি খুবই নোংরা এবং অস্বাস্থ্যকর বলে জানিয়েছে পুলিশ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন