হোম খেলাধুলা খারাপ করার পেছনে দেশের টেস্ট সংস্কৃতির দায় দেখেন সাকিব

খেলাধূলা ডেস্ক :

বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর পেরিয়ে গেছে ২২ বছর। এত দীর্ঘ সময়েও টেস্ট ক্রিকেটটা রপ্ত করতে পারেনি টাইগাররা। প্রায়ই লজ্জাজনক হার দেখা দলটা মাত্র ১৩৪ টেস্ট খেলতেই শততম হারের মুখ দেখেছে। সবশেষ তিন সিরিজেও হারের মুখ দেখা দলটার অধিনায়ক সাকিব আল হাসান বলছেন, টেস্ট সংস্কৃতি গড়ে না ওঠাতেই আজও টেস্ট ক্রিকেটে বলার মতো সাফল্যের দেখা পায়নি বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার পর শ্রীলঙ্কা, এবার ওয়েস্ট ইন্ডিজ -সবশেষ তিনটি টেস্ট সিরিজই হেরেছে বাংলাদেশ। সবচেয়ে বড় কথা, ছয়টি টেস্ট খেলে এই সময়ে একটিতেও জয় ছিনিয়ে আনতে পারেনি তামিম-সাকিব-মুশফিকরা। দলের ভাগ্য বদলাতে অধিনায়ক বদল করা হলেও বদলায়নি ফল। বাংলাদেশ অধিনায়ক তাই টেস্টে বাজে ফলাফলের দায় শুধু খেলোয়াড়দের অফ ফর্মকেই দিচ্ছেন না বরং দোষ দিচ্ছেন দেশের সামগ্রিক টেস্ট সংস্কৃতিকে।

ক্রিকেট নিয়ে দেশে যে উন্মাদনা দেখা যায় তার পুরোটাই সীমিত ওভারের ক্রিকেট নিয়ে। ওয়ানডে ও টি টোয়েন্টি ক্রিকেটে মাঠে দর্শকদের ঢল নামলেও টেস্ট ক্রিকেটে গ্যালারিতে দেখা যায় হাতেগোণা দর্শক। একমাত্র পাঁড়ভক্ত না হলে টেস্ট নিয়ে আগ্রহ নেই সাধারণ মানুষের। থাকে না ক্রিকেট নিয়ে উন্মাদনাও। সাকিব মনে করেন পুরো বিষয়টার জন্য দায়ী টেস্ট সংস্কৃতির অভাব। আর এটাও দায়ী টাইগারদের টেস্ট ব্যর্থতার জন্য।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ক্রিকেটারদের ওপরই যে শুধু দোষটা দেবেন তা নয়।আমাদের দেশের ক্রিকেট সংস্কৃতিটাই এমন। আপনি কবে দেখেছেন ২৫-৩০ হাজার দর্শক স্টেডিয়ামে বসে টেস্ট দেখছে? ইংল্যান্ডের তো প্রত্যেক ম্যাচ দেখে। টেস্ট ক্রিকেটের সংস্কৃতিটা আমাদের দেশে আগেও কখনো ছিল না, এখনো নেই।’

তবে সাকিবের বিশ্বাস, টেস্ট সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। আর সেটা পারেন ক্রিকেটাররাই। ভালো পারফরম্যান্স দিয়ে এই সংস্কৃতি পরিবর্তন করা সম্ভব বলে বিশ্বাস করেন বাংলাদেশ অধিনায়ক।

তিনি বলেন, ‘নেই বলে যে হবেও না এমনও না। জিনিসটা পরিবর্তন করা আমাদের বড় দায়িত্ব। সেটার জন্য একসাথে পরিকল্পনা করে যদি আগানো যায় তাহলে সম্ভব হবে। তা না হলে আগানো সম্ভব হবে না। টেস্টের সংস্কৃতিটা তো নাই।’

বাংলাদেশে টেস্ট সংস্কৃতি গড়ে না ওঠার দায়টা অবশ্য খারাপ পারফরম্যান্সকেই দিলেন সাবেক নাম্বার ওয়ান অলরাউন্ডার। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটকে আমরা যে খুব বেশি মূল্যায়ন করি সেটা আমি বলব না। একটা কারণ হতে পারে যে, আমাদের ফলাফল ভালো না এজন্য মূল্যায়ন হয় না। একটার সাথে আরেকটার সম্পর্ক আছে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন