জাতীয় ডেস্ক :
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি সড়ক বিভাগ নির্মিত জেলার বিভিন্ন সড়কে ৪২টি পাকা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে সারা দেশের ১০০টি সেতুর মধ্যে খাগড়াছড়ি সড়ক বিভাগের ৪২টি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে আওয়ামী লীগ সরকারের আগে কেউ উন্নয়ন করেনি। উন্নয়ন বিচ্ছিন্ন পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তির পর থেকে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। একযোগে ৪২টি সেতু চালু হওয়ায় উন্নয়ন আরও বেগবান হবে।
খাগড়াছড়ি সড়ক বিভাগের আওতায় ১৮৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ৪২টি সেতু নির্মাণ করা হয়। এর মধ্যে জেলা সদরে ৯টি, দীঘিনালায় ৫টি, পানছড়িতে ১০টি, মহালছড়িতে ৫টি, লক্ষ্মীছড়িতে ৪টি, মাটিরাঙ্গায় ৩টি, গুইমারায় ২টি, রামগড়ে ২টি, মানিকছড়িতে ১টি ও রাঙামাটির বাঘাইছড়িতে ১টি সেতু রয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি গণভবন প্রান্তে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে সেতুগুলোর বিস্তারিত বিবরণ তুলে ধরেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নের কথা মাথায় রেখে সরকার দায়িত্ব নেয়ার পর থেকে কাজ করে যাচ্ছে। সড়ক অবকাঠামো উন্নয়ন হওয়ায় পাহাড়ের কৃষি ও পর্যটন অর্থনীতির ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে।
শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। এটা আমাদের জন্য গর্বের। জাতির পিতা শেখ মুজিবুর রহমান যে আকাঙ্ক্ষায় দেশ স্বাধীন করেছেন, আমরা সেই স্বপ্ন পূরণে কাজ করছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সাশ্রয়ী ও মিতব্যয়ী হতে হবে, নিজেদের সঞ্চয় বাড়াতে হবে।’
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.কামাল মামুন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী অপু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম বিভাগে উদ্বোধন করা ৪৫টি সেতুর মধ্যে ৪২টি সেতুই খাগড়াছড়ি জেলায় অবস্থিত।
