হোম আন্তর্জাতিক ক্ষুধায় কাতর মিয়ানমারের ৪০০ সেনার আত্মসমর্পণ

ক্ষুধায় কাতর মিয়ানমারের ৪০০ সেনার আত্মসমর্পণ

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমার সেনাবাহিনীর ৪০০ সদস্য আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে। ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে তারা আত্মসমর্পণ করা শুরু করেছে বলে জানা গেছে।

গতকাল শনিবার রাখাইন রাজ্যের এএনএন টাউনশিপে অবস্থিত সেনাবাহিনীর সদস্যরা আত্মসমর্পণ শুরু করেন।

জানা যায়, দেশটির এএনএন টাউনশিপে অবস্থিত ওয়েস্টার্ন রেজিওনাল মিলিটারি কমান্ডে (ডব্লিউআরএমসি) ৪০০ জন বিভিন্ন পদ-পদবির সেনাসদস্য বিভিন্ন মরিচায় অবস্থান করছেন। অধিকাংশ সেনাসদস্য খুবই ক্ষুধার্ত। এমতাবস্থায় ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে অনেক সেনাসদস্য সাদা পতাকা উত্তোলন করে আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছেন।

উল্লেখ্য, ডব্লিউআরএমসিতে অবস্থানরত অনেক সেনাসদস্য আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করতে চায়নি। কিন্তু ডব্লিউআরএমসিতে কোনো প্রকার খাবার নেই।

এছাড়া গত ২৮ অক্টোবর ডব্লিউআরএমসির কমান্ডার মেজর জেনারেল কিয়াউ স্বর ওওসহ কিছু সামরিক কর্মকর্তা পালিয়ে যান। পরে ডব্লিউআরএমসির ভারপ্রাপ্ত কমান্ডার হন ব্রিগেডিয়ার জেনারেল কিয়াউ থান। তিনিও গত ৬ ডিসেম্বর কিছু সেনসদস্যসহ পালিয়ে যান। এতে অধিকাংশ সেনা সদস্যদের মনোবল ভেঙে গেছে। এ জন্য তারা আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন