হোম রাজনীতি ক্ষমতাসীনরা নির্যাতন চালাচ্ছে, সরকারের পতন ঘটাতে হবে: ফখরুল

রাজনীতি ডেস্ক:

শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি করে দলীয় কর্মীদের হত্যা করা হয়েছে, ক্ষমতাসীনরা নির্যাতন চালাচ্ছে; এর বদলা নেয়ার একমাত্র পথ সরকারের পতন ঘটানো। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের শীর্ষ নেতা তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদার বিরুদ্ধে সাজার রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে প্রতিবাদ সভায় একথা বলেন তিনি। যুবদলের প্রতিষ্ঠাকালীন সাবেক নেতারা এ প্রতিবাদ সভার আয়োজন করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপিকে নেতৃত্বশূন্য আর আগামী নির্বাচন থেকে নেতাদের দূরে রাখতেই দলের শীর্ষ নেতা তারেক-জুবাইদার বিরুদ্ধে সাজার রায় দেয়া হয়েছে।

‘এখন একটাই পথ বদলা নেয়ার আর রাস্তা হচ্ছে সরকারের পতন ঘটানো। দেশের কেউ নিরাপদ নয়। বর্তমান সরকারকে সরাতে না পারলে দেশ ও জনগণের অস্তিত্ব থাকবে না’- এ কথা জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, জনগণ রাস্তায় নেমেছে, আন্দোলন করছে, তারাই সরকারের পতন ঘটাবে। বর্তমাস সরকারের পতনেই হবে সব নির্যাতন ও অনিয়মের বদলা নেয়া। একদফা দাবি আদায়ের আন্দোলনে জনগণ ঐক্যবদ্ধ হয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করবে বলেও মন্তব্য করেন তিনি।

‘এ সরকার কোনো শান্তিপূর্ণ আন্দোলন করতে দিতে চায় না, তারা গণতন্ত্র বিশ্বাস করে না, তারা যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ করে টিয়ারগ্যাস, গুলি ছুড়ে সবকিছু দিয়ে আক্রমণ করে। বিশ্ববিবেকের কাছে আজ সেটা প্রমাণিত হয়ে গেছে,’ বলেন ফখরুল।

বিএনপি মহাসচিব আবারও সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

এসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের মানুষের অধিকারের জন্য নতুন করে যুদ্ধে নামতে হবে। সরকারের পতনের জন্য রাজপথের আন্দোলনই একমাত্র পথ বলেও দাবি করেন তিনি।

জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভবিষ্যতে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করার সুযোগ পাই, তাহলে খালেদা জিয়াসহ সকলের মামলা বিচারিক অপরাধ হিসেবে গণ্য করা হবে। গণতন্ত্র ফিরে পেতে হলে আন্দোলন করতে হবে। আন্দোলনের কোনো বয়স লাগে না। কর্মের মাধ্যমে প্রমাণ করতে হবে আমরা পারি।’

এর আগে একইস্থানে, লক্ষ্মীপুরে কর্মসূচি পালনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত বিএনপি কর্মী সজীব হোসেনের পরিবারকে আর্থিক সহায়তা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন