হোম খেলাধুলা ক্যাসিনোতে মারামারির অভিযোগ লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে

খেলাধূলা ডেস্ক :

এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে নিয়ে এবারের বিশ্বকাপে ছিল বড় আশা। তবে প্রথম পর্ব পেরিয়ে সুপার টুয়েলভে উঠতে পারলেও, সেখানে আশানুরূপ ফল পায়নি লঙ্কানরা। এদিকে বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পর নানান বিতর্কে জড়িয়েছে লঙ্কান ক্রিকেটাররা। কিছুদিন আগেই যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার হয়ে অস্ট্রেলিয়ার কারাগারে যান দানুশকা গুনেথিলাকা। এবার আরেক লঙ্কান ক্রিকেটার অস্ট্রেলিয়ার এক ক্যাসিনোতে মারামারির অভিযোগ উঠেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে ব্রিসবেনের ক্যাসিনোয় যান লঙ্কান সেই ক্রিকেটার। সেখানে কয়েকজন যুবকের সঙ্গে প্রথমে ঝগড়া ও পরে মারামারি করেন তিনি। তবে তদন্ত চলমান থাকায় অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করেনি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপ চলাকালীন একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠার পর গঠন করা হয় তিন সদস্যের তদন্ত কমিটি। এ কমিটির তদন্তের মধ্যে ক্যাসিনোয় মারামারির ঘটনা বেরিয়ে এসেছে বলে জানিয়েছে লঙ্কান গণমাধ্যমগুলো।

এর আগে ধর্ষণের দায়ে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট থেকে দানুস্কা গুনাথিলাকাকে বহিষ্কার করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। গত ৫ নভেম্বর ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের পর গুনাথিলাকাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে আদালতে নেয়া হলে, তার বিরুদ্ধে চারটি ধর্ষণের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ওপরই এমন সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কা দলের সঙ্গেই ছিলেন লঙ্কান এ টপ অর্ডার ক্রিকেটার। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান গুনাথিলাকা। তবে দলের সঙ্গেই থাকেন এ ক্রিকেটার।

গুনাথিলাকা জাতীয় দলের জার্সি গায়ে ১০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও নামিবিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন এ ব্যাটার। তবে সে ম্যাচেই ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান বাঁ-হাতি এ ব্যাটসম্যান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন