প্রতিনিধি, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মহামারী করোনার প্রভাব আর ক্রেতার অভাবে কোরবানী পশুর চামড়া মাটিচাপা দিচ্ছে লোকজন। এ বছর বড় চামড়া বিক্রি করে ৩০০ টাকার বেশি মূল্য পাওয়া যাচ্ছেনা কুলিয়ারচরে। এ ছাড়া একটু প্রত্যন্ত অঞ্চলে চামড়া ক্রয় করতে ক্রেতা না যাওয়ার কারণে অনেকে বাধ্য হয়ে তাদের কোরবানীর চামড়া গর্তে মাটিচাপা দিয়ে দিচ্ছেন।
মাধবদী গ্রামের মেরাজ মিয়া বলেন, এ বছর আমাদের কাছ থেকে কেউ চামড়া কিনতে আসেনি। তাই বাধ্য হয়ে চামড়ায় লবণ দিয়ে রেখে দিয়েছি। যদি কেউ কিনতে আসে বিক্রি করবো।
মাটিকাটা গ্রামের রতন মিয়া বলেন, আমাদের কোরবানীর চামড়া কেউ কিনতে আসেনি। ১ দিন অপেক্ষার পর বাধ্য হয়ে গর্ত করে মাটিচাপা দিয়ে দিচ্ছি চামড়া।