স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুর পৌরসভার উদ্যোগে নগর উন্নয়ন সমন্বয় কমিটির অবহিত করণ শীর্ষক কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পৌরসভার সভাকক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। কর্মশালায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেন, সহকারি কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, নগর উন্নয়ন প্রজেক্টর কর্মকর্তা হেলাল উদ্দীন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী হায়দার আলী কেশবপুর পৌরসভার সচিব মোশারফ হোসেন, কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ জামান খান,সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, নগর সমন্বয় কমিটির প্রতিনিধি বেরা ভৌমিক , মিনু হালদার প্রমূখ।