জয়দেব চক্রবর্তী, কেশবপুর (যশোর) :
কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামের করণা পজিটিভ হওয়ায় সোমবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব হলরুমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কেশবপুর উপজেলা হাসপাতাল মসজিদের ইমাম আবুল কালাম আজাদ ।
এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান , সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুর ইসলাম মুক্ত, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জয়দীপ চক্রবর্তী সহ সাংবাদিকবৃন্দ।