স্টাফ রিপোর্টার( কেশবপুর) যশোর :
মহামারী করোনাভাইরাস মোকাবেলায় কেশবপুর উপজেলা এক সপ্তাহ লকডাউন ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে বেলা সাড়ে ১১টায় এক সভা থেকে সর্বাত্মক লকডাউনের এ সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইরুফা সুলতানা, কেশপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পাজিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল,সুফলাকাটি ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ, সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলামমুক্ত চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, শামসুদ্দিন দফাদার, হুমায়ুন কোবির পলাশ,আমজাদ হোসেন, ব্যবসায়ীকনক সেন, মোহাম্মদ নাসির উদ্দিন গাজী,,,কামরুজ্জামান বিশ্বাস, বাস-ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক উজ্জল মুখার্জি, দুলাল চন্দ্র সাহা প্রমুখ।
