কেশবপুর(যশোর) প্রতিনিধি :
কেশবপুর পৌরসভা নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বৃহ¯পতিবার উপজেলা রিটানিং অফিসারের কার্যালয়ে ওই মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের প্রত্যাহরকৃতরা হলেন- ২ নং ওয়ার্ডে আবু শাহীন ও তরিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে সৈয়দ আকমল, ৫ নং ওয়ার্ডে রাজ্জাক ও ইকরামুল হোসেন, ৬ নং ওয়ার্ডে রুহুল কুদ্দুস, ৭ নং ওয়ার্ডে শাহরিয়ার রায়হান, ইকরামুছ সালাম খান ও মদন সাহা অপু।
সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে মমতাজ ও মুক্তি। উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, কেশবপুর পৌরসভার ভোটার সংখ্যা ২০ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ১৮৫ জন ও মহিলা ভোটার রয়েছেন ১০ হাজার ৫৪০ জন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন থেকে ঘোষিত তফশিল অনুযায়ী, কেশবপুর পৌরসভার নির্বাচনে প্রতীক বরাদ্দ করা হবে ১২ ফেব্রুয়ারি। পঞ্চম ধাপের এ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
s
