হোম ফিচার কেশবপুরে হরিহর নদ ভরেছে কচুরীপনায়, ফেলা হচ্ছে আবর্জনা, পানিবদ্ধতার আশঙ্কা

 

জয়দেব চক্রবর্ত্তী, কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুরের হরিহর নদ ভরেছে কচুরীপনায় পাশাপাশি যথেচ্ছ আবর্জনা ফেলার কারণে পানি প্রবাহে বিঘ্ন সৃষ্টিসহ আশপাশের বাসিন্দারা নদ এলাকার মানুষ দূষণের শিকার তো হচ্ছেই, সেই সঙ্গে নদ ভরাট হয়ে বন্যার শঙ্কাও তৈরি হচ্ছে। নদদূষণ বন্ধে সংশিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

কেশবপুর শহরের পাশ দিয়ে হরিহর নদ বয়ে চলেছে। এই নদ ঘিরেই কেশবপুর শহরের বিকাশ বলে ধারণা করা হয়। এই নদের পাশে গড়ে উঠেছে অনেক ব্যবসপ্রতিষ্ঠান। একসময় কেশবপুর ছিল খেজুরের গুড় ও ভুসির জন্য প্রসিদ্ধ। নদের নাব্যতা হারিয়ে ২০১৭ সালে কেশবপুর শহর নদের পানি উপচে বন্যা হয়। ২০১৯ সালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নদ খনন করে। এরপরে কেশবপুরে আর বন্যা হয়নি। এই নদই কেশবপুরের প্রাণ। নদদূষণ বন্ধে সংশিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

নদটি এখন দূষণের কবলে পড়েছে। শহরের নতুন ব্রিজ থেকে ধানহাটা পর্যন্ত নদটিতে প্রতিনিয়ত ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। বিশেষ করে নতুন ব্রিজের উত্তর পাশে মুরগির দোকান থেকে মুরগির পাখনা, নাড়িভুঁড়ি ফেলা হচ্ছে। পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। আর মাছের বাজারের নোংরা আবর্জনা, মাছ হিমায়িত রাখার কর্কশিটের বাক্স নদে ফেলে দেওয়া হচ্ছে। অন্যদিকে পুরো নদে কচুরিপানা জমে পানিপ্রবাহ থমকে গেছে। এতে এলাকায় চরম পরিবেশ দূষণের সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, নতুন ব্রিজের নিচে মুরগির পাখনা, নাড়িভুঁড়ি জমে স্তূপ হয়ে রয়েছে। সেখান থেকে উৎকট দুর্গন্ধ ছড়াচ্ছে। এ ছাড়া আশপাশের বাসাবাড়ির আবর্জনাও নদে ফেলে দেওয়া হচ্ছে। কেশবপুর নতুন ব্রিজ এলাকার বাসিন্দা চিকিৎসক কামরুল হাসান জানান, গমপট্টির খন্দকার জাকির হোসেনের দোকান থেকে প্রতি রাতেই এখানে মুরগির বর্জ্য ফেলা হয়। তা পচে চরম দুর্গন্ধ বের হয়। দুর্গন্ধে বাড়িতে টেকাই যায় না।

স্থানীয় রাবেয়া ফার্মেসির মালিক রবিউল ইসলাম বলেন, রাত ১১টার পরে ব্রিজের ওপরে করিমন ও ভ্যানে করে ড্রাম থেকে নদে মুরগির নাড়িভুঁড়ি পাখনা ফেলা হয়। নিষেধ করা হলেও তারা শোনে না।

নদের পাড়ের সেলুনের কর্মচারী অর্জুন শীল বলেন, নদের পানির দুর্গন্ধে টেকা দায়। মনে হয় দোকান বন্ধ করে চলে যাই। মুদি দোকানি ফারুক হোসেন বলেন, অনেক বারণ করেও কোনো লাভ হয় না বলে কথাই বলে ছেড়ে দিয়েছি। এলাকার বাসিন্দারা বলেন, বাজারের কুকুরগুলো নাড়িভুঁড়ি টেনে নদের পাড়ে নিয়ে আসে। তখন আরও দুর্গন্ধ বের হয়। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ।

কেশবপুর পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মুন্সী আসাদুল্লাহ বলেন, নদদূষণ ও কচুরিপানা পরিষ্কারে মেয়রকে বলেছেন। এভাবে নদদূষণ ও ভরাট হতে থাকলে পুনরায় বন্যা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন