কেশবপুর (যশোর) প্রতিনিধি :
দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় কেশবপুরে বিএনপি ও যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আসরবাদ কেশবপুর শহরের ডাক্তারখানা জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, অধ্যক্ষ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠণিক সম্পাদক কুতুব উদ্দিন বিশ্বাস, নুরুজ্জামান চৌধূরী, মাসুম বিল্লাহ, সুমন, ইমন প্রমুখ। অপর দিকে যুবদলের আয়োজনে উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কেশবপুর সদরের ভোগতি জামে মসজিদের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম পলাশসহ অন্যান্য নের্তৃবৃন্দ।