জয়দেব চক্রবর্তী, কেশবপুর (যশোর) :
সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের আটদিনব্যাপী রথযাত্রা আজ বিকালে শুরু হয়েছে আটদিনব্যাপী এ রথযাত্রা ২৭ জুন উল্টো রথ যাত্রার মাধ্যমে শেষ হবে কেশবপুর সার্বজনীন বালিয়াডাঙ্গা দেবালয়, শ্রীগঞ্জ বাজার কালিতলা মন্দির, ভাল্লুকঘর ১১ গ্রামের সম্মিলিত রথখোলা মাঠে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবস টির শুভ সূচনা হয়েছে ।
শত শত নর নারী শঙ্খ ধনী আর উলু দিয়ে রথের দড়ি টেনে পূর্ণতা অর্জন করেন। আগামী ২৭ জুন উল্টো রথ যাত্রার মাধ্যমে আট দিনব্যাপী উৎসব সমাপন হবে।
দিবস টি পালন উপলক্ষে বিভিন্ন মন্দিরে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, প্রসাদ বিতরণ, আলোচনা সভা ও ভগবত পাঠের আয়োজন করা হয়েছে।
