হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে  লকডাউনে নির্দেশনা না মানায় ১৫ মোটরসাইকেল চালককে জরিমানা

যশোর প্রতিনিধিঃ

কেশবপুরে বুধবার দুপুরে ১৫ মোটরসাইকেল চালককে ভ্রাম্যমাণ আদালতে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন। অপর দিকে গতকাল বুধবার কেশবপুওে আরো ৫জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে চলাচলকালে উপজেলার গোপসানা গ্রামের জাহাঙ্গীর আলমকে ৫শ’ ও মনোরঞ্জন রায়কে ৫শ’, দোরমুটিয়ার আব্দুল করিম গাজীকে ৫শ’, সরফবাদের সজিব আহমেদকে ৫শ’, সাতবাড়িয়ার কার্তিক আঢ্যকে ৫শ’, বারুইহাটির আব্দুল হান্নানকে ৫শ’, মধ্যকুলের রাজিবুজ্জামানকে ৫শ’, আলতাপোলের আব্দুল গফুরকে ৫শ’, সাতবাড়িয়ার শহিদুল ইসলামকে ৫শ’, মূলগ্রামের আবুল কাশেমকে ৫শ’, বিদ্যানন্দকাটির শুভংকর ঘোষকে ৫শ’, ভোগতীর নয়ন সাহাকে ৫শ’, রাজনগর বাকাবর্শীর জাহিদ হাসানকে ৫শ’ এবং মণিরামপুরের সুজাতপুর গ্রামের রমেশ বিশ্বাসকে ৫শ’ ও মনোহরপুরের আইউব হোসেনকে ৫শ’ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।  লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, থানা পুলিম প্রশাসনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা কার্যকরী ভুমিকা রাখায় সপ্তাহব্রাপী লকডাউনের প্রথম দিন সুষ্ঠুভাবে পালিত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন