হোম খুলনাযশোর কেশবপুরে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও পথসভা

কেশবপুরে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও পথসভা

কর্তৃক Editor
০ মন্তব্য 43 ভিউজ

পরেশ দেবনাথ:

কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অমলেন্দু দাস অপুর নেতৃত্বে যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভরতভায়না বাজারে মিছিল, পথসভা এবং লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর-২৫) সন্ধ্যায় বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচার কমিটির উদ্যোগে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইদিন বিকেলে গৌরীঘোনা ইউনিয়নের বণিকপাড়া সার্বজনীন কালিমন্দিরে মতবিনিময় ও সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে গণসংযোগ করেন অমলেন্দু দাস অপু। এ দিন এই দুই ইউনিয়নের কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপি নেতা অমলেন্দু দাস অপুর সঙ্গে মোটরসাইকেল শোডাউনে কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন।

গৌরীঘোনা ইউনিয়নের ভরতভায়না বাজারে স্থানীয় বিএনপি নেতা তোজাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ ও পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা। এ সময় গৌরীঘোনা ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন