স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
যশোরের কেশবপুরে যায়যায় দিন ফ্রেন্ডস ফোরাম এর উদ্যোগে ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্য কেক কাটা ,র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ জামান খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র রফিক ইসলাম মোড়ল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিউর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেচক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন যায়যায় দিনের কেশবপুর প্রতিনিধি তন্ময় মিত্র বাপী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, যায়যায় দিন ফ্রেন্ডস ফোরাম এর আহবায়ক প্রভাষক নির্মল অধিকারী, শিক্ষক সুশান্ত মল্লিক, মাসুম বিল্লাহ প্রমুখ। আলোচনা ও কেককাটা অনুষ্ঠানের পূর্বে একটি র্যালী বের হয়।