স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরে বুধবার বিকালে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের ত্রিমোহিনী মোড়ে কেশবপুর কওমী উলামা পরিষদের উদ্যোগে ওই বিক্ষোভ সমাবেশের অনুষ্ঠিত হয়।
কেশবপুর কওমী উলামা পরিষদের সভাপতি মাওলানা আসাদুজ্জামানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ স¤পাদক মুফতি মুহাম্মদ হাবিবুল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা জালাল উদ্দীন, হাফেজ মোশারফ হোসেন, মাওলানা আব্দুর রহমান, হাফেজ আলিম উদ্দীন, আব্দুল মান্নান, মাওলানা আবু মুছা সালিম, মাওলানা খালিদ সাইফুল্লাহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কট‚ক্তির তীব্র নিন্দা জানান।
