হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে পরিবেশ দুষনের কথা বলায় সাংবাদিককে হুমকী

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর) :

কেশবপুর প্রেসক্লাবের সদস্য দৈনিক প্রবাহ পত্রিকার প্রতিনিধি আব্দুল মোমিনকে মিথ্যা মামলা সহ দেখে নেয়ার হুমকী দেয়ার ঘঁনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তোভোগী সাংবাদিক আব্দুল মোমিন উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায় , উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর মধ্যপাড়া গ্রামের মৃত ইব্রাহিম মোড়লের ছেলে আবুল কালাম আজাদ তার ব্যবহৃত বাথরুমের ট্যাংকির মুখ খোলা রেখেছেন দীর্ঘদিন ধরে। ওই খোলা ট্যাংকির পাশ দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ যাতায়াত করতে গিয়ে দূর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে। বার বার বলার পরেও আবুল কালাম আজাদ প্রতিবেশিদের কস্ট দিতে ট্যাংকির মুখে ঢাকনা দিচ্ছেন না।

এছাড়াও তার একটি মেহগনি গাছের ডাল পাশ্ববর্তী আব্দুল মোমিনের বিচালির ঘরের চালের উপর পড়ে ক্ষতিসাধন করছে। এঘটনায় আব্দুল মোমিন গত বৃহস্পতিবার আবুল কালাম আজাদকে গাছের ডাল কেটে নিতে ও ট্যাংকির মুখে ঢাকনা দিতে বললে আবুল কালাম আজাদ ক্ষিপ্ত হয়ে আব্দুল মোমিনকে জীবননাশের হুমকি প্রদান করে মারপিট করতে উদ্যত হয়। এঘটনায় আব্দুল মোমিন বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে প্রতিকারের আশায় লিখিত অভিযোগ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, উভয়পক্ষকে নোটিশ দেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন