হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে দেনাদারের হাতে পাওনাদার আহত

স্টাফ রিপোটৃার, কেশবপুর (যশোর) :

কেশবপুরে পাওনা টাকা চাওয়ায় এক যুবককে পিটিয়ে আহত করেছে দেনাদার। মারপিটে তার হাতের আঙ্গুল ভেঙ্গে যায়। খোয়াতে হয় পকেটে থাকা নগদ টাকা। এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছে আহত যুবক কামরুল ইসলাম(২৬)। পুলিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লিখিত অভিযোগে জানা গেছে, রোববার সকালে উপজেলার বুড়–লি। সরদার পাড়া এলাকার আবু বক্কার সরদারের ছেলে কামরুল ইসলাম ভেরচী গ্রামের সুনীঢল নন্দীর ছেলে দয়াল নন্দীর নিকট বিদেশী টর্চ লাইট বিক্রয়ের নামে এক বছর পুর্বে এক হাজার ২শ টাকা ডিনলেও সে টর্চ লাইট না দিয়ে বিভিন্ন টালবাহানা করতে থাকে ।

দশকাহুনীয়া গ্রামের হুসাইন সরদারের দোকানের সামনে দয়াল নন্দীকে পেয়ে টাকার তাগাদা দেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে কামরুল ইসলামকে বেধড়ক মারপিট করে। হাতে থাকা লোহার রড দিয়ে মারপিটে তার বামহাতের আঙ্গুল ভেঙ্গে যায়। এ সময় বাড়ি থেকে ইট ক্রয়ের জন্য নিয়ে যাওয়া ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ। কামরুল ইসলামের ্অত্ম চিৎকারে এলাকাবাসি ঘটনাস্থলে পৌছে তদাকে কেশবপুর উপ৪জেলা স্বাস্থ্য কমপ্লেস্কে নিয়ে আসে। থানার অফিসার ইনচার্জ অভিযোগ পেয়ে ভেরচী ফাঁড়ির ক্যাম্প ইরনচার্জ মইনুল ইডসলামকে তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। পুলিশ জানায় অভিযোগের তদন্তের জন্য আগামীকাল মঙ্গলবার উবংয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন